ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
দেশে নতুন কোম্পানি, সৌদির সঙ্গে একীভূত হয়ে পাচ্ছে বিপুল অঙ্কের বিনিয়োগ
 
                                    ডুয়া ডেস্ক: বাংলাদেশ ভিত্তিক স্টার্টআপ শপআপ সৌদি আরবের প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি স্যারি-এর সঙ্গে একীভূত হয়ে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এর নাম রাখা হয়েছে ‘সিল্ক গ্রুপ’। নতুন এই কোম্পানিটি একযোগে ১১০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ব্লুমবার্গ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস, যৌথভাবে সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে।
সিল্ক গ্রুপে বিনিয়োগকারী হিসেবে রয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়তাকারী প্রতিষ্ঠান সানাবিল ইনভেস্টমেন্টস এবং কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ আরও কিছু প্রতিষ্ঠান।
এটি তৈরি হয়েছে বাংলাদেশের শপআপ এবং সৌদি আরবের স্যারি-এর একীভূত হওয়ার মাধ্যমে, যার উদ্দেশ্য উপসাগরীয় দেশ এবং এশিয়ার উদীয়মান অর্থনীতি অঞ্চলের বাজারে কার্যক্রম পরিচালনা করা। যদিও দুটি কোম্পানি একীভূত হয়ে সিল্ক গ্রুপ গঠন করেছে, তারা নিজেদের নামে আলাদাভাবে ব্যবসা চালিয়ে যাবে। তবে দুই কোম্পানির মালিকানায় পরিচালিত হবে সিল্ক গ্রুপ।
সিল্ক গ্রুপের শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান জানিয়েছেন, "আমরা মনে করি আইপিও-এর জন্য সৌদি বাজার অত্যন্ত সম্ভাবনাময়।"
এছাড়া শপআপ এবং স্যারি একীভূত হয়ে সিল্ক গ্রুপ গঠন করেছে। তাদের কার্যক্রম কেবল সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সিল্ক ফাইন্যান্সিয়াল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারী জানান, আগামী ছয় মাস গ্রুপের লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক সিল্কের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করবে। কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
             
            -300x200.jpg) 
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    -100x66.jpg)