ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
চলতি মাসের প্রথম ৫ দিনে প্রবাসী আয় এলো ১৪৬৪ কোটি টাকা

ডুয়া ডেস্ক: এপ্রিল মাসের প্রথম ৫ দিনে বাংলাদেশে প্রায় ১২ কোটি (১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার) ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এটি প্রায় ১,৪৬৪ কোটি টাকা। হুন্ডির প্রভাব কমে যাওয়ার পাশাপাশি বৈধ পথে ডলারের দাম পাচ্ছেন প্রবাসীরা। ফলে রেমিট্যান্সে নতুন এক ইতিহাস গড়েছে। গত মার্চ মাসে প্রবাসীরা মোট ৩২৯ কোটি ডলার বা ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা স্বাধীনতার পর সর্বোচ্চ পরিমাণ।
তবে ঈদুল ফিতরের পর রেমিট্যান্স আসার প্রবাহ কিছুটা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতে, ঈদের সময় প্রবাসীরা বাড়তি টাকা পাঠালেও ঈদের পর সাধারণত সেই প্রবাহ কমে যায়। এছাড়া মাসের শুরুতে অনেকেই বেতন পান না, যার ফলে রেমিট্যান্স কমে আসে। তবে ঈদুল আজহা সামনে থাকায় রেমিট্যান্সের প্রবাহ পুনরায় বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের প্রথম পাঁচ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের গতি আরও বেড়েছে। মার্চ মাসে প্রতিদিন প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১,২৯৫ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের মার্চ মাসের তুলনায় এই বছরের মার্চে ১৫৮ কোটি ডলার বেশি এসেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মোট ২,১৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১,৭০৮ কোটি ডলার।
গত ডিসেম্বর মাসে ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে মার্চ মাসে ৩২৯ কোটি ডলারে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার