ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
চলতি মাসের প্রথম ৫ দিনে প্রবাসী আয় এলো ১৪৬৪ কোটি টাকা
ডুয়া ডেস্ক: এপ্রিল মাসের প্রথম ৫ দিনে বাংলাদেশে প্রায় ১২ কোটি (১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার) ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এটি প্রায় ১,৪৬৪ কোটি টাকা। হুন্ডির প্রভাব কমে যাওয়ার পাশাপাশি বৈধ পথে ডলারের দাম পাচ্ছেন প্রবাসীরা। ফলে রেমিট্যান্সে নতুন এক ইতিহাস গড়েছে। গত মার্চ মাসে প্রবাসীরা মোট ৩২৯ কোটি ডলার বা ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা স্বাধীনতার পর সর্বোচ্চ পরিমাণ।
তবে ঈদুল ফিতরের পর রেমিট্যান্স আসার প্রবাহ কিছুটা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতে, ঈদের সময় প্রবাসীরা বাড়তি টাকা পাঠালেও ঈদের পর সাধারণত সেই প্রবাহ কমে যায়। এছাড়া মাসের শুরুতে অনেকেই বেতন পান না, যার ফলে রেমিট্যান্স কমে আসে। তবে ঈদুল আজহা সামনে থাকায় রেমিট্যান্সের প্রবাহ পুনরায় বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের প্রথম পাঁচ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের গতি আরও বেড়েছে। মার্চ মাসে প্রতিদিন প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১,২৯৫ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের মার্চ মাসের তুলনায় এই বছরের মার্চে ১৫৮ কোটি ডলার বেশি এসেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মোট ২,১৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১,৭০৮ কোটি ডলার।
গত ডিসেম্বর মাসে ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে মার্চ মাসে ৩২৯ কোটি ডলারে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস