ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
ফিলিস্তিনে অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর ফলে গাজার মানবিক পরিস্থিতি চরম সংকটে পড়েছে এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ হয়ে গেছে। ইসরায়েল বারবার আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে হত্যা ও আক্রমণ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সরকার গাজার বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা এবং বোমাবর্ষণকে জাতিগত নির্মূল অভিযানের অংশ হিসেবে গণ্য করে এর তীব্র নিন্দা প্রকাশ করেছে। বাংলাদেশ ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, অধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানাচ্ছে যেন তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বাংলাদেশের সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার গুরুত্বও তুলে ধরেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য অপরিহার্য। বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে কাজ করার জন্য উৎসাহিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং