ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
‘শেয়ারবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম জোরদার করা হবে’
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম আরও জোরদার করা হবে।
রবিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ঈদুল ফিতরের পরবর্তী প্রথম কর্মদিবসে আয়োজিত এই অনুষ্ঠানে বিএসইসির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিএসইসি’র ইতিহাসে প্রথমবারের মতো ঈদ পরবর্তী পুনর্মিলনী হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান ছাড়াও কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।
দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা
চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। তিনি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। একইসঙ্গে রোহিঙ্গা পুনর্বাসনে সরকারের অর্জনকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেয়ারবাজারের অংশীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা দেশের শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। দেশের শেয়ারবাজার বিকাশে তিনি সংশ্লিষ্টদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই): চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, সিডিবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবদুল মোতালেব, সিসিবিএল-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ উজ জামান ও এমডি আ স ম খায়রুজ্জামান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএমবিএর প্রেসিডেন্ট মাজেদা খাতুন, বিএপিএলসির সহ-সভাপতি সৈয়দ এম. আলতাফ হোসাইন, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য বুয়েটের অধ্যাপক মো. মোস্তফা আকবর, ঢাবির সহযোগী অধ্যাপক আল আমিন, বিএসইসির তদন্ত কমিটির সদস্য ইয়াওয়ার সাইদ, সাবেক এনবিআর সদস্য শফিকুর রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার জিশান হায়দার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত