ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
পেনশন হিসেবে ৯ লাখ টাকা পেলেন ইমাম

ডুয়া ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছেন গ্রামবাসী। দীর্ঘ তিন যুগের বেশি সময় ইমামতি শেষে তাকে এককালীন ৯ লাখ টাকা পেনশন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায় ইমামকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়, দেওয়া হয় ক্রেস্ট ও নানা উপহার। এরপর ঘোড়ার গাড়িতে করে সম্মানের সঙ্গে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায় উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেয় অর্ধশতাধিক মোটরসাইকেল। নতুন কহেলা জামে মসজিদ কমিটি ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে এই আয়োজন করেন।
জানা গেছে, ১৯৯১ সালে মাত্র ৬০০ টাকা বেতনে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। দীর্ঘ কর্মজীবনের শেষ দিকে তার বেতন দাঁড়ায় ১৭,৫০০ টাকা। ঢাকার লালবাগের একটি মাদরাসা থেকে শিক্ষাজীবন শেষ করে ইমামতি শুরু করেন তিনি।
তার দীর্ঘ কর্মজীবনে তিনি দেড় হাজারের বেশি জানাজার নামাজ পড়িয়েছেন এবং প্রায় ৬০০ মানুষকে কুরআনের শিক্ষা দিয়েছেন। গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ইমাম শাহজাহান বলেন, “আমি কৃতজ্ঞ আল্লাহর রহমতের জন্য এবং গ্রামের মানুষের প্রতি, যারা আমাকে এমন সম্মান দিয়ে বিদায় জানিয়েছেন।”
নতুন কহেলা জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম খান বলেন, “এমন আয়োজন সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার প্রতি গ্রামবাসীর ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা সরকারি চাকরির মতোই এককালীন পেনশন ব্যবস্থা করেছি।”
বিদায়ের দিন গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ৭ কিলোমিটার হেঁটে ইমামকে তার বাড়িতে পৌঁছে দেন। এ বিদায় স্মরণীয় হয়ে থাকবে গ্রামবাসীর কাছে, যা একজন ইমামের প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ