ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশে ৩০ চীনা কোম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিরা চীনের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে ১০০ কোটি ডলারের বেশি সরাসরি বিনিয়োগ হিসেবে আসবে।
রবিবার (৩০ মার্চ) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, "চীনের প্রতিশ্রুত ২.১০ বিলিয়ন ডলারের মধ্যে বেশিরভাগই বিনিয়োগ, যা আগের বড় অংকের ঋণের চেয়ে ভিন্ন প্রকৃতির। বিনিয়োগ অর্থনীতিতে স্থায়ী প্রভাব ফেলে এবং কর্মসংস্থান সৃষ্টি করে, যেখানে ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থাকে।"
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, চীনের ৩০টি কোম্পানি বাংলাদেশে ১০০ কোটির বেশি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, যা প্রায় ৮০০ একর জায়গাজুড়ে নির্মিত হচ্ছে।
তিনি বলেন, "গত তিন মাসে চীনা বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকারও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে চীনা কোম্পানিগুলো বিনিয়োগের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।"
এ সফরে স্বাস্থ্য খাতেও সহযোগিতার প্রতিশ্রুতি মিলেছে বলে জানান তিনি। প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুদানের মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তায় এবং ১০০ মিলিয়ন ডলার হাসপাতাল নির্মাণে ব্যয় করা হবে।
আশিক চৌধুরী বলেন, "চীনা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চীনা বিনিয়োগের গুরুত্ব নতুন করে উপলব্ধি করছি এবং আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই।"
তিনি জানান, আগস্ট থেকে মার্চের মধ্যে ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যার সম্মিলিত আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলার।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান