ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
হজযাত্রী কোটা সর্বনিম্ন ১০০ জন নির্ধারণের দাবি হজ এজেন্সি মালিকদের

ডুয়া নিউজ: পবিত্র হজ পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অধিকাংশ সময়ই বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। যেসব এজেন্সির মাধ্যমে তারা নিবন্ধন করেন, সেখানেই তারা হজ পালনের জন্য স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি সৌদি আরব এক হাজার যাত্রীর জন্য প্রতিটি এজেন্সির কোটা নির্ধারণ করেছে, যা এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এজেন্সিগুলো বলছে, এই নির্ধারিত কোটা সাপেক্ষে হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এবং হজযাত্রীরা যদি কাঙ্খিত সেবা না পান তাহলে তাদের জন্য ঠিকমতো হজ পালন করা সম্ভব হবে না। বিশেষত প্রবীণ, অসুস্থ এবং শিক্ষাগত যোগ্যতা কম যাত্রীরা এই পরিস্থিতিতে বড় সমস্যা সম্মুখীন হবেন।
এই পরিস্থিতিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে হজ এজেন্সি মালিকরা দাবি জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো এই বছরও এজেন্সিপ্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর নিয়ম চালু রাখতে হবে।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের সংগঠনের আহ্বায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই এজেন্সির মাধ্যমে বেশি সংখ্যক হজযাত্রী পাঠালে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান অসম্ভব হবে এবং হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ২০২৪ সালে চলমান ২৫০ জন হজযাত্রীর কোটা থাকার ফলে বেশিরভাগ এজেন্সি লিড সিস্টেমের মাধ্যমে কাজ করতে বাধ্য হয়, যা হজযাত্রী ও এজেন্সি মালিকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করেছিল। এবার যদি এজেন্সিপ্রতি এক হাজার জনের কোটা নির্ধারণ হয়, তাহলে পুরো হজ ব্যবস্থাপনা ভঙ্গুর এবং চরম অস্থিতিশীলতার শিকার হবে।
তারা আরও জানান, সব হজ এজেন্সির হজযাত্রীদের বাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজনে শুধুমাত্র পাঁচজন প্রতিনিধির উপর নির্ভর করার শর্ত আরোপ করা হয়েছে, যা অবাস্তব এবং অসম্ভব। শত শত এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া নেওয়া কেবল পাঁচজনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করা আবশ্যক।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর