ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
হজযাত্রী কোটা সর্বনিম্ন ১০০ জন নির্ধারণের দাবি হজ এজেন্সি মালিকদের
ডুয়া নিউজ: পবিত্র হজ পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অধিকাংশ সময়ই বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। যেসব এজেন্সির মাধ্যমে তারা নিবন্ধন করেন, সেখানেই তারা হজ পালনের জন্য স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি সৌদি আরব এক হাজার যাত্রীর জন্য প্রতিটি এজেন্সির কোটা নির্ধারণ করেছে, যা এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এজেন্সিগুলো বলছে, এই নির্ধারিত কোটা সাপেক্ষে হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এবং হজযাত্রীরা যদি কাঙ্খিত সেবা না পান তাহলে তাদের জন্য ঠিকমতো হজ পালন করা সম্ভব হবে না। বিশেষত প্রবীণ, অসুস্থ এবং শিক্ষাগত যোগ্যতা কম যাত্রীরা এই পরিস্থিতিতে বড় সমস্যা সম্মুখীন হবেন।
এই পরিস্থিতিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে হজ এজেন্সি মালিকরা দাবি জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো এই বছরও এজেন্সিপ্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর নিয়ম চালু রাখতে হবে।
বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের সংগঠনের আহ্বায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই এজেন্সির মাধ্যমে বেশি সংখ্যক হজযাত্রী পাঠালে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান অসম্ভব হবে এবং হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ২০২৪ সালে চলমান ২৫০ জন হজযাত্রীর কোটা থাকার ফলে বেশিরভাগ এজেন্সি লিড সিস্টেমের মাধ্যমে কাজ করতে বাধ্য হয়, যা হজযাত্রী ও এজেন্সি মালিকদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করেছিল। এবার যদি এজেন্সিপ্রতি এক হাজার জনের কোটা নির্ধারণ হয়, তাহলে পুরো হজ ব্যবস্থাপনা ভঙ্গুর এবং চরম অস্থিতিশীলতার শিকার হবে।
তারা আরও জানান, সব হজ এজেন্সির হজযাত্রীদের বাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজনে শুধুমাত্র পাঁচজন প্রতিনিধির উপর নির্ভর করার শর্ত আরোপ করা হয়েছে, যা অবাস্তব এবং অসম্ভব। শত শত এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া নেওয়া কেবল পাঁচজনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করা আবশ্যক।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ