ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
সোনালী লাইফের শেয়ার নিয়ে কারসাজি, ২ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ২ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
গত ৪ মার্চ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জরিমানাকৃতদের মধ্যে নূরজাহান বেগমকে ১ লাখ টাকা, মো. সাজিদুল হাসানকে ৭৫ লাখ টাকা, মো. সায়াদুর রহমানকে ১ লাখ টাকা, ফেরদৌসী বেগমকে ১ কোটি ৯৫ লাখ টাকা এবং মো. লুৎফুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও জানা গেছে, সোনালী লাইফের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে সতর্কপত্র জারি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
কোম্পানিটির শেয়ারের তদন্তের সময়কাল ছিল ১৮ এপ্রিল থেকে ১১ জুন ২০২৩। এই সময়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে আলোচ্য বিনিয়োগকারীরা বেআইনি কার্যক্রম পরিচালনা করেছেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৮ এপ্রিল সোনালী লাইফের শেয়ারের মূল্য ছিল ৬৪ টাকা, যা ১১ জুনের মধ্যে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫ টাকা ৫০ পয়সায় তোলা হয়। এই বৃদ্ধি মূলত মূল্য সংবেদনশীল তথ্য না থাকারও পর হয়েছে। এ অনিয়মে আলোচ্য বিনিয়োগকারীরা জড়িত ছিলেন।
উল্লেখযোগ্য ঘটনা হলো, ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোনালী লাইফকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) কার্যক্রমে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির শেয়ার জেড ক্যাটাগরিতে নামিয়ে দেয়।
এদিকে, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোনালী লাইফে ৩৫৩ কোটি টাকার আর্থিক অনিয়ম উদঘাটন করে। যেখানে প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২১ সালে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয় এবং সর্বশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে। এর আগে ২০২১ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। গত দুই বছর ২০২৩ ও ২০২৪ বছরের জন্য কোম্পানিটি এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা