ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ভিয়েতনাম ও ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে ২ জাহাজ

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ মার্চ ১২ ২১:২৭:১০
ভিয়েতনাম ও ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে ২ জাহাজ

ডুয়া নিউজ : এবার ভিয়েতনাম ও ভারত থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে দুইটি জাহাজ।

আজ বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮শ মেট্রিক টন আতপ চাল এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই (বুধবার) খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অর্থনীতি এর অন্যান্য সংবাদ