ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এ বছরেই পাচার হওয়া কয়েক’শ কোটি ডলার ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

২০২৫ মার্চ ১১ ১৫:৪০:৪৪
এ বছরেই পাচার হওয়া কয়েক’শ কোটি ডলার ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

ডুয়া ডেস্ক: ২০২৫ সালের মধ্যেই বিদেশে পাচার হওয়া কয়েক’শ কোটি ডলার দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই উদ্দেশ্যে একটি বিশেষ আইন প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা শিগগিরই অধ্যাদেশ আকারে জারি করা হবে।

ডক্টর সালেহ উদ্দিন আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে ৩০টির সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

আগামী মাসেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আশা করা যাচ্ছে বলে জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে