ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
সরকারি চাকুরীতে পুলিশ ভেরিফিকেশন থাকবে না
ডুয়া নিউজ: সরকারি চাকরিসহ সকল ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করা হবে বলে ঘোষণা করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
কমিশন প্রধান জানান, সরকারি চাকরি, পাসপোর্ট ইত্যাদির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেছেন, "পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এমনকি বিমানবন্দরের ক্ষেত্রেও। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে।"
এছাড়া, দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতির বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ে পদোন্নতির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৭০ নম্বরের নিচে কেউ পদোন্নতি পাবে না। এই প্রক্রিয়া আন্তঃক্যাডার বৈষম্য দূর করবে এবং যেকোনো ক্যাডারের ব্যক্তি ৭০ পেলে প্রশাসন ক্যাডারে স্থান পেতে পারবে।"
অন্যদিকে, তিনি তথ্য অধিকার আইনের গুরুত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, প্রতিটি জেলা এবং বিভাগে এই আইনের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু বর্তমানে তথ্য অধিকার আইনের প্রয়োগ অনেকাংশে কার্যকর হচ্ছে না।
মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ