ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ব্যবসায়ীকে জরিমানা

ডুয়া নিউজ : রমজানের আগে থেকেই বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল। এরপর দাম বেড়ে যাওয়ায় বাজারে সয়াবিন তেল আসলেও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত দামে বিক্রি করছে অনেক ব্যবসায়ী। তবে নোয়াখালীর সোনাইমুড়ীতে ৫ লিটার সয়াবিন তেল ৮৫২ টাকা বিক্রি না করে ১০০০ টাকায় বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা ও প্রদর্শন না করায় আরও চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। অভিযানে গায়ের মূল্যের থেকে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স হাজী এন্তাজুল হক অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার টাকা, মূল্যে তালিকায় প্রদর্শিত মূল্যের অতিরিক্ত মূ্ল্যে মুরগি বিক্রি করায় মেসার্স আধুনিক পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগির দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জালিলের মুরগির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার মোট ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স দলের সদস্যরা ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
তিনি বলেন, “তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সয়াবিন তেল, ছোলা, চিনি, শসা, লেবু ও মুরগির বাজারের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। পাইকারী ও খুচরা দামের পার্থক্য আছে কিনা যাচাই করা হয়। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত