ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
জাতীয় স্মৃতিসৌধ: শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত
ডুয়া নিউজ: রাত বাদেই ১৬ ডিসেম্বর। জাতি পালন করবে মহান বিজয় দিবস। যাদের রক্ত ও ত্যাগের ফলস্বরূপ পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার আকাশে উড়েছে লাল-সবুজের পতাকা, সেই বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় মাথা নত করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
মহান এই দিনে প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠবে। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে গণপূর্ত বিভাগের উদ্যোগে।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দিবসটি উপলক্ষে সৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ পর্যন্ত সবকিছুই পরিষ্কার করা হয়েছে। রং-তুলির আঁচড় পড়েছে সৌধের ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায়। পরিচ্ছন্নতাকর্মীরা গোটা সৌধ এলাকা ধুয়ে মুছে প্রস্তুত রেখেছেন।
সৌধ প্রাঙ্গণের বাইরেও পুরো উপজেলা নতুন সাজে সজ্জিত হয়েছে। সড়ক-মহাসড়ক এবং ভবনগুলো লাল-সবুজের রঙিন বাতিতে সাজানো হয়েছে। আয়োজন করা হয়েছে বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের পাশাপাশি নানা অনুষ্ঠান।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, দিবসটি উদযাপন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পৃথক অনুষ্ঠানমালায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া, পুরো সৌধ এলাকায় নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়েছে, এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, মহান বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১০ দিন আগেই নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার সহকারী জেলাগুলো মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল ক্ষেত্রেও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ১৫ ডিসেম্বর মধ্যরাত থেকে ডিএমপি ও সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক কার্যক্রম চালু থাকবে।
এ সময় ডিআইজি বলেন, বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই এবং সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করতে সক্ষম হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান বিরোধী দলের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদনের পর, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সৌধের প্রধান ফটক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ