ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
ফেরত দেওয়া–নেওয়ার আলোচনায় দুই দেশ
বাংলাদেশে আটক ৯৫ ভারতীয়; ভারতে ৯২ জন বাংলাদেশি
ডুয়া নিউজ: বাংলাদেশে ৯২ জন ভারতীয় এবং ভারতে ৯৫ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন। বাংলাদেশে ও ভারতে আটক জেলেদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে বাংলাদেশে আটক ৯২ জন জেলের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গত ৯ ডিসেম্বর খুলনার হিরণ পয়েন্ট এলাকায় ভারতীয় জলসীমার কাছে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামে দুটি মাছ ধরার নৌযান আটক করে ভারত। অভিযোগ রয়েছে, ওই নৌযানগুলো বাংলাদেশী জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল। এর ফলে ৮০ জন নাবিকসহ বাংলাদেশী জেলেরা আটক হন। এর আগে গত সেপ্টেম্বরে ভারতীয় জলদস্যুদের হাতে ১২ জন বাংলাদেশী জলদস্যু গ্রেফতার হন।
রোববার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের জেলের বিনিময় বিষয়ক আলোচনা হয়। বাংলাদেশ যেমন ভারতীয় জেলেদের ফেরত চায়, ভারতও তাদের আটক বাংলাদেশী জেলেদের ফেরত চায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এক দেশের জেলেরা অন্য দেশের জলসীমা অতিক্রম করা নতুন কিছু নয়। অতীতে এরকম অবস্থায় আলোচনা করে জেলেদের ফেরত আনার নজির রয়েছে। চলতি বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ধরনের আলোচনা কিছুটা ধীরগতি অবলম্বন করেছে। তবে সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র সচিবদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ায়, দুই দেশের মধ্যে জেলে ও নাবিকদের ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আরেকজন কর্মকর্তা বললেন, দুই দেশ ইতোমধ্যেই জেলেদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এখন তাদের মধ্যে বিস্তারিত আলাপ করে কবে এই প্রক্রিয়া শেষ হবে তা চূড়ান্ত করতে হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে জেলেদের ফেরত দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা উভয় দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি