ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার

ডুয়ানিউজ প্রতিবেদক: বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী উভয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ইতোমধ্যে বিডিআর হত্যাকাণ্ডের পুরো ঘটনার পুনঃতদন্তের জন্য কমিশন গঠনের পরিকল্পনা করেছে সরকার। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিডিআর হত্যার পুনঃতদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়।
গত ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, তারা একটি কমিশন গঠন করেছে। পরে সেই বক্তব্য থেকে সরে আসে সরকার।
পিলখানার বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়।
এই ঘটনায় শুরুতে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।
সিআইডি দীর্ঘ তদন্তের পর হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
প্রথমে বিস্ফোরক আইনে করা মামলায় সিআইডি ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং পরে আরো ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র প্রদান করে।
মামলার বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএডি রহিমসহ চার আসামির মৃত্যু হয়। মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ অন্যান্যদের দণ্ডিত করা হয়। সাজা ভোগের সময় পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এই রক্তক্ষয়ী বিদ্রোহের প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি