ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার
ডুয়ানিউজ প্রতিবেদক: বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী উভয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
ইতোমধ্যে বিডিআর হত্যাকাণ্ডের পুরো ঘটনার পুনঃতদন্তের জন্য কমিশন গঠনের পরিকল্পনা করেছে সরকার। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিডিআর হত্যার পুনঃতদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়।
গত ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায়, তারা একটি কমিশন গঠন করেছে। পরে সেই বক্তব্য থেকে সরে আসে সরকার।
পিলখানার বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়।
এই ঘটনায় শুরুতে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।
সিআইডি দীর্ঘ তদন্তের পর হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
প্রথমে বিস্ফোরক আইনে করা মামলায় সিআইডি ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং পরে আরো ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র প্রদান করে।
মামলার বিচার চলাকালে তৎকালীন বিডিআরের ডিএডি রহিমসহ চার আসামির মৃত্যু হয়। মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ অন্যান্যদের দণ্ডিত করা হয়। সাজা ভোগের সময় পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এই রক্তক্ষয়ী বিদ্রোহের প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি