ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও গ্রামীণফোনের নতুন চুক্তি

ডুয়া নিউজ: দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক গ্রামীণফোন এবং ঔষধ খাতের অন্যতম আরেক শীর্ষ উৎপদানকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস একত্রে একটি নতুন কৌশলগত পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।
এই পার্টনারশিপ চুক্তির মূল লক্ষ্য হলো, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে গ্রাহকদের সেরা সেবা প্রদান, ব্যবসায়িক কার্যক্রমের উন্নতি, এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে দুই স্বনামখ্যাত প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তিতে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কৌশলগত সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস অত্যাধুনিক ডিজিটাল সল্যুশনের সংমিশ্রণ করবে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরো কার্যকরী করে তুলবে এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
এছাড়া, গ্রামীণফোনের 'আলো' আইওটি প্রোডাক্টস এবং মোবিলিটি সল্যুশনকে কাজে লাগানো হবে, যা শিল্পখাতের চাহিদা পূরণে সহায়ক হবে।
চুক্তিকে স্বাগত জানিয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, "ওষুধ শিল্পে ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন প্রযুক্তির সহযোগিতায় আমরা কার্যক্রম আরো কার্যকর করতে পারব এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সক্ষম হব।"
চুক্তির সফলতা কামনা করে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, "এই অংশীদারিত্ব একটি ব্যবসায়িক চুক্তির চেয়ে অনেক বেশি। এটি আমাদের ভবিষ্যতের দিকে একসঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ। আমরা প্রযুক্তির মাধ্যমে শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব।"
চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইশতিয়াক, জেনফার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ মতিউর রহমান, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু শাহরিয়ার জাহেদী এবং গ্রামীণফোনের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার রওশন জাহান।
অনুষ্ঠানে পার্টনারশিপ দুই প্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধিতে একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. নাসের শাহরিয়ার জাহেদী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র একজন জীবন সদস্য। এর আগে তিনি ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা