ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
অধিকাংশ মানুষ ভুলতে বসেছে জুলাই-আগস্টের ক্ষত
ডুয়া নিউজ: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন বিভাগে যাই এবং শহিদ পরিবারগুলোর সঙ্গে দেখা করি, তাঁদের কথা শুনি। প্রায় চার-সাড়ে মাস পরও যখন কোনো শহিদের বাবা বা গর্বিত মা আমাদের তার সন্তানের রক্তাক্ত লাশের ছবি দেখান বা বিদ্ধ হওয়া বুলেটটি প্রদর্শন করেন, তখন আমরা ১৮, ১৯, ২০ জুলাইয়ে ফিরে যাই এবং ৩, ৪, ৫ আগস্টের হৃদয়বিদারক স্মৃতি মনে করি।
কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ জুন ৫ থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টি ভুলে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে একই জায়গা থেকে একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেওয়া হয়, সেই নামের উল্লেখ করে দেওয়ালে লিখন করা হয় এবং দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আয়োজনে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম আরও উল্লেখ করেন, চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন। এই অবস্থার উত্তরণে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই শীর্ষ সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। হাসিনা নিজে এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছেন, কিন্তু উত্তরবঙ্গের রাস্তার উন্নয়ন হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শহিদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি