ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
প্রতি মাসে ভাতা পাবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার
ডুয়া ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার এবং ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করা হবে। তারা পরিচয়পত্রও পাবেন।
প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২০ লাখ টাকা জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি এবং আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য দুটি ক্যাটাগরিতে সুবিধা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ‘ক্যাটাগরি এ’ অনুযায়ী এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ টাকা নগদ দেওয়া হবে। গুরুতর আহত জুলাই যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।
‘ক্যাটাগরি বি’ অনুযায়ী, জুন যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকা নগদ হিসেবে দেওয়া হবে। পাশাপাশি মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং সরকারী/আধাসরকারি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণও প্রদান করা হবে।
জুলাই যোদ্ধাদের পরিচয়পত্রও দেয়া হবে, যা প্রদর্শন করে তারা সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি