ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
নিলামে তোলা ২৭টি গাড়ির বিক্রয়াদেশ দিল মোংলা কাস্টমস
ডুয়া ডেস্ক : মোংলা কাস্টমস হাউস নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে। গত ৬ ফেব্রুয়ারি এই আদেশ দেওয়া হয়। বাকি ৪৫টি গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা আদালতের রায়ে খালাস করে নিয়েছেন।
বিক্রয়াদেশ জারি হওয়া সর্বোচ্চ দাম উঠেছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি। এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যে গাড়িটি নিলামে পায় চট্রগ্রামের ডিএমস লজিস্টিক নামে একটি কোম্পানি।
রোববার (0৯ ফেব্রুয়ারি) মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মোংলা কাস্টমস হাউস সূত্র জানায়, মোংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, বেসেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ ৭২টি নিলামে তোলা হয় গত ২০ জানুয়ারি। এসব গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে এই বন্দর থেকে খালাস করেনি। নিলামে তোলার পর ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির সর্বোচ্চ মূল্যে দরপত্র পড়েছে।
এর মধ্যে `এস ইউ ভি প্রাডো' মডেলের গাড়িটির দাম উঠে এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। নিলামে যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা।
এছাড়া আরও ২৬টি গাড়িও সর্বোচ্চ মূল্য পাওয়ায় সে সব গাড়ির জন্যও বিক্রয়াদেশ জারি করে মোংলা কাস্টমস হাউস। এসব গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানাসহ জাম্প ট্রাক।
বন্দরের ট্রাফিক কার্যালয় সূত্র জানায়, মোংলা বন্দরে আমদানি হওয়ার পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি মোংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৭২টি গাড়ি গত ২০ জানুয়ারি নিলামে তোলা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ