ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ২১:৩৪:৩২

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি

ডুয়া ডেস্ক : গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশজুড়ে এক ধরণের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। তবে অস্থিরতার মধ্যেও গত বছর বাংলাদেশ থেকে আমেরিকায় পোশাক রপ্তানি বেড়েছে। ২০২৪ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি দশমিক (.) ৭৫ শতাংশ বেড়ে ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার হয়েছে।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে রপ্তানি হয় ৭ দশমিক ২৯ বিলিয়ন ডলারের পোশাক।

সম্প্রতি আমেরিকার অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দেশটির উচ্চ মুদ্রাস্ফীতির চাপ কমাতে পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ২০২২ সালে গত দশকের মধ্যে সবচেয়ে বেশি পোশাক আমেরিকায় রপ্তানি করা হয়। ওই বছর ৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের বাংলাদেশি পোশাক আমেরিকায় রপ্তানি করা হয়।

বর্তমানে আমেরিকার বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

“রমজানের আগেই জাতীয় নির্বাচন”

“রমজানের আগেই জাতীয় নির্বাচন”

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.... বিস্তারিত