ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
তারেক রহমানের হয়ে ভোটের মাঠে কোকোর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কর্মসূচি ও বিভিন্ন আসনে প্রচারণায় ব্যস্ত থাকায় ঢাকা-১৭ আসনে সরাসরি নিয়মিত উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে।
এই পরিস্থিতিতে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। পরিবারের পক্ষ থেকে মাঠপর্যায়ে ভোটারদের কাছে পৌঁছে দিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর এলাকার সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন শামিলা রহমান সিঁথি। এরপর তিনি গুলশান এলাকার ডিএনসিসি মার্কেট ঘুরে ঘুরে দোকানিদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় তারেক রহমানের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করেন তিনি। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, পরিবার ও দলের সমন্বয়ে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কার্যক্রম চালানো হচ্ছে।
প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, ‘আজ আমি ভাইয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং তাকে একটি ভোট দিয়ে পাশে থাকবেন।’
এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার। দলীয় নেতারা জানান, কেন্দ্রভিত্তিক গণসংযোগ আরও জোরদার করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস