ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

অবাধ ভোট হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

২০২৬ জানুয়ারি ২৪ ১৯:৫০:১৮

অবাধ ভোট হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, নির্বাচন যদি সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সুযোগ নেই।

শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রসঙ্গে শ্রিংলা বলেন, বর্তমান প্রশাসন জনগণের ভোটে নির্বাচিত নয়। তার ভাষায়, যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তারা নিজেরাই সেই অবস্থানে বসেছেন এবং কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ভারত সরকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে শ্রিংলা স্পষ্টভাবে বলেন, যদি ভোট অবাধ ও সুষ্ঠু হয়, তবে ইসলামপন্থী দলটি ক্ষমতায় যেতে পারবে না। তবে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম বা কারচুপি হলে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নিজস্ব ভোটব্যাংক খুবই সীমিত। দলটির ভোটের হার আনুমানিক পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে, তাও আবার অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার ওপর নির্ভরশীল। তাই স্বচ্ছ নির্বাচনে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত কম।

আলাপকালে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতেও কথা বলেন এই রাজ্যসভার সদস্য। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে কিছু মানুষ ভারতে প্রবেশ করে এখানে অবস্থান করছে, যা একটি বড় সমস্যা। এই চর্চা বন্ধ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাক।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জন প্রসঙ্গে শ্রিংলা বলেন, কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ক্রীড়াজগতের জন্য ইতিবাচক নয়। তার মতে, এমন সিদ্ধান্ত ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গনের স্বার্থের বিরুদ্ধে যায়।

তিনি আরও জানান, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাদের অনেকেই মনে করেন, অন্তর্বর্তী প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত