ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কড়া নজরদারিতে রাখতে দেশটির উপকূলের উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর বা ‘আর্মাদা’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পদক্ষেপের কথা জানান।
ট্রাম্প বলেন, “আমরা একটি আর্মাদা ইরানের উদ্দেশে পাঠিয়েছি। আমি বলছি না যে এখনই কোনো কিছু ঘটতে যাচ্ছে, হয়তো এই বহর আমাদের ব্যবহারের প্রয়োজনও পড়বে না। তবে আমরা তাদের (ইরান) নিবিড় নজরদারির মধ্যে রাখছি।”
রয়টার্সের তথ্য অনুযায়ী, এই বিশাল বহরে বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) ‘ইউএসএস আব্রাহাম’ এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতেই এই আগাম সতর্কতা। এই বহরে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ড্রোন ও বিস্ফোরক পাঠানো হয়েছে। গত সপ্তাহেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বহরটি ইরানের উদ্দেশে রওনা হয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক চরম অবনতির দিকে যায়। গত বছর জুন মাসে দুই দেশ সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছিল। এছাড়া গত ডিসেম্বরের শেষে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পন্থা অবলম্বনের প্রতিবাদে ট্রাম্প সামরিক অভিযানের হুমকিও দিয়েছিলেন।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল