ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাভারের সেই সিরিয়াল কি-লা-র নিয়ে সামনে এসেছে লোমহর্ষক তথ্য

২০২৬ জানুয়ারি ২২ ১৯:৩৭:৪৪

সাভারের সেই সিরিয়াল কি-লা-র নিয়ে সামনে এসেছে লোমহর্ষক তথ্য

নিজস্ব প্রতিবেদক: সাভারে একের পর এক হত্যাকাণ্ডে আলোড়ন সৃষ্টি করা গ্রেপ্তার আসামি মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখের অপরাধজীবনের নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে জানা গেছে, সাম্প্রতিক ছয়টি হত্যাকাণ্ডের আগেও তিনি একটি খুনের ঘটনায় জড়িত ছিলেন এবং একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন। তিনি বলেন, সম্রাটের বিরুদ্ধে পুরোনো ও নতুন মিলিয়ে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ মার্চ সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় শাপলা হাউসিংয়ের ভেতর থেকে জেবায়ের ওরফে শাওন নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সম্রাট ওরফে সবুজ শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

তখন তিনি ‘টাইগার সম্রাট’ নামে পরিচিত ছিলেন এবং রাজধানীর আরমানিটোলার বংশাল এলাকার ঠিকানা ব্যবহার করতেন। পরবর্তী সময়ে পুলিশ অভিযান চালিয়ে শাপলা হাউসিং এলাকা থেকেই তাকে আটক করে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি এবং ২৬ এপ্রিল পৃথক দুটি ঘটনায় মাদকসহ আবারও সম্রাটকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ। বিভিন্ন মামলায় তিনি ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন বলেও জানান তিনি।

বর্তমানে সম্রাটের বিরুদ্ধে একটি পুরোনো হত্যাকাণ্ড, দুটি মাদক মামলা এবং সাম্প্রতিক ছয় হত্যাকাণ্ডসহ মোট আটটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সাভারে ধারাবাহিকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের কাছে আসমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ১১ অক্টোবর একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়। আবার ১৯ ডিসেম্বর দুপুরে থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় কয়েকজন নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

সবশেষ গত রোববার (১৮ জানুয়ারি) সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেলেও অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ