ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আগের ‘হেয়ারকাট’ (মুনাফা না দেওয়ার) সিদ্ধান্ত থেকে সরে এসে পাঁচটি ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব ব্যাংকের ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট’ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যাংক পাঁচটি হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
উল্লেখ্য, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্প্রতি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। মতিঝিলের সেনাকল্যাণ ভবনে এই নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত মেয়াদি আমানত ও স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে বার্ষিক ৪ শতাংশ হারে (ব্যাংক রেট) মুনাফা প্রদান করতে হবে। ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্থিতির ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট সব আমানত পুনরায় হিসাবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে আগের ‘মুনাফা না দেওয়ার’ সিদ্ধান্ত বহাল থাকছে।
যদি কোনো গ্রাহককে ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশের বেশি মুনাফা ইতোমধ্যে প্রদান করা হয়ে থাকে, তবে সেই অতিরিক্ত অর্থ ভবিষ্যতে প্রদেয় মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করবে ব্যাংক কর্তৃপক্ষ।
উত্তোলন ও মূলধন কাঠামো:
সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। আমানত উত্তোলনের ক্ষেত্রে জানানো হয়েছে, ২ লাখ টাকা পর্যন্ত আমানত একীভূতকরণ কার্যকর হওয়ার পর যেকোনো সময় উত্তোলন করা যাবে। ২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস পরপর ১ লাখ টাকা করে উত্তোলন করা যাবে, যার সর্বোচ্চ সময়সীমা হবে দুই বছর।
এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। চার বছরের বেশি মেয়াদি আমানতগুলো মেয়াদ পূর্তির পরই পরিশোধযোগ্য হবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সিদ্ধান্তের ফলে আমানতকারীদের আস্থা ফিরবে এবং নতুন ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি