ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পলিসি সামিট-২০২৬ এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও নীতিনির্ধারক প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক সামিটের কার্যক্রম শুরু হয়।
জামায়াতের বিদেশ বিভাগের একজন দায়িত্বশীল নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সকাল থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামিটে অংশ নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি ইতোমধ্যে সম্মেলনে উপস্থিত হয়েছেন।
সামিটের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু টিকে থাকা নয়; বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মূলত রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার জন্য এক দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের গল্প। ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। তবে স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি হ্রাস পেয়েছে এবং নাগরিকদের মত প্রকাশের পরিসর সংকুচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সোচ্চার হয়েছে।
সমাপনী বক্তব্যে জামায়াত আমির বলেন, দীর্ঘ এক ফ্যাসিবাদী অধ্যায় অতিক্রম করে বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে এই পথ এখনও চ্যালেঞ্জমুক্ত নয় এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল