ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সরকারবিরোধী বিক্ষোভে ইরানে ভয়াবহ প্রাণহানি

২০২৬ জানুয়ারি ১৮ ১৭:০৭:০৭

সরকারবিরোধী বিক্ষোভে ইরানে ভয়াবহ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, এই অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান, তবে পরিচয় প্রকাশে অনিচ্ছা জানান ওই কর্মকর্তা।

তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য। এই প্রাণহানির দায় তিনি ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ ওপর চাপিয়েছেন। তার দাবি, এসব গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়ে সাধারণ নাগরিকদের হত্যা করছে। তবে তিনি বলেন, চলমান সংঘাতের ফলে নিহতের সংখ্যা বর্তমান হিসাবের তুলনায় খুব বেশি বাড়বে বলে সরকার মনে করছে না।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাণহানির বড় অংশ ঘটেছে উত্তর-পশ্চিম ইরানের কুর্দি-অধ্যুষিত এলাকাগুলোতে। এই অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা রয়েছে এবং অতীতেও সেখানে একাধিকবার সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নরওয়েভভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে ভয়াবহ রক্তপাত ঘটেছে কুর্দি অধ্যুষিত এলাকাতেই। সংস্থাটির পর্যবেক্ষণে এসব অঞ্চলে নিহত ও আহতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতৃত্বসহ সরকার এই অস্থিরতার জন্য বিদেশি শক্তিকে দায়ী করে আসছে। তেহরানের অভিযোগ, ইসরায়েলসহ কয়েকটি শত্রু রাষ্ট্র এবং বিদেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বিক্ষোভকারীদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব সরকারি বক্তব্যের সঙ্গে মিলছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৩০৮ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। পাশাপাশি আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। সংস্থাটি আরও জানায়, বিক্ষোভ ঘিরে ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও অধিকারকর্মী সংগঠনের দাবি, প্রকৃত নিহতের সংখ্যা সরকারি ও মানবাধিকার সংস্থার হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে—যা ১২ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত