ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
ইরানকে গ্রাসের ষড়যন্ত্রে ট্রাম্প জড়িত: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সাম্প্রতিক সহিংস বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে দায়ী করে তাকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলমান সংকট নিয়ে এক বক্তব্যে খামেনি দাবি করেন—ইরানবিরোধী সাম্প্রতিক ষড়যন্ত্রে এবার ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে, কারণ এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি জড়িত ছিলেন।
দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পেছনে বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই সহিংসতায় সক্রিয় ভূমিকা রেখেছে এবং এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
খামেনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা স্বতঃস্ফূর্ত নয়। বরং বিদেশি শক্তিগুলো পরিকল্পিতভাবে বিক্ষোভে উসকানি দিয়েছে এবং পরিস্থিতি আরও ঘোলাটে করেছে।
ইরানের কর্তৃপক্ষ শুরু থেকেই এই অস্থিরতার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করে আসছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকে সহিংস রূপ দিতে মাঠপর্যায়ে তৎপরতা চালিয়েছে।
তবে সংঘাতের বিষয়ে সতর্ক অবস্থানের কথাও জানান খামেনি। তিনি বলেন, ইরান সীমান্তের বাইরে যুদ্ধ বা সংঘাত ছড়িয়ে দেবে না। কিন্তু যারা এই সহিংসতার জন্য দায়ী, তারা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না।
ধর্মীয় এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে সংঘটিত ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও অস্থিরতার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দায়ী করি।
তিনি আরও বলেন, এটি একটি সুপরিকল্পিত মার্কিন ষড়যন্ত্র। খামেনির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে দুর্বল করে আবারও দেশটিকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমেরিকার নিয়ন্ত্রণের অধীনে নিয়ে যাওয়া।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল