ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ইরানের মৃত্যুদণ্ড বাতিল, ট্রাম্পের প্রশংসা

২০২৬ জানুয়ারি ১৭ ১২:৫৮:৫৬

ইরানের মৃত্যুদণ্ড বাতিল, ট্রাম্পের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারের ৮০০-এর বেশি রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিরল প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প বলেন, “ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই।”

নিজের সোশ্যাল মিডিয়াতেও ট্রাম্প লিখেছেন, “ধন্যবাদ!” এবং উল্লেখ করেছেন যে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আগের পরিকল্পিত সামরিক পদক্ষেপের প্রয়োজন কমে আসবে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি কার্যকর করার কথা ছিল। তারা কাউকে ফাঁসি দেয়নি। তাদের এই পদক্ষেপ আমার ওপর বড় প্রভাব ফেলেছে।” তবে তিনি স্পষ্ট করেননি যে, ইরান সরকারের কোন কর্মকর্তার সঙ্গে আলোচনার ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানে চলমান বিক্ষোভে সরকারি শক্তির কঠোর দমন নীতি এবং নিহতদের সংখ্যা ক্রমবর্ধমান। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানায়, বিক্ষোভে নিহতের সংখ্যা ২ হাজার ৭৯৭-এ দাঁড়িয়েছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা শুরু করলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। তবে বর্তমানে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বেশিরভাগ এলাকায় পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে।

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্টকে তাদের দেওয়া হস্তক্ষেপের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, ট্রাম্প এই প্রতিশ্রুতি থেকে সরে যাবেন না।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত