ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

রানের সরকার পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

২০২৬ জানুয়ারি ১৬ ২১:০৩:৫৭

রানের সরকার পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

নিজস্ব প্রতিবেদক: ইরানের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির সরকার টিকে থাকতে পারবে না এমন মন্তব্য করেছেন স্বর্ণপামজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাকে সম্প্রতি কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই পানাহির মতে ইসলামী প্রজাতন্ত্র এখন পতনের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

পানাহি বলেন, বিক্ষোভকারীদের ধারাবাহিক প্রতিরোধের মুখে বর্তমান পরিস্থিতি থেকে সরকারের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তার ভাষায়, তেহরানের ক্ষমতাসীন নেতৃত্ব শতভাগ পতনের পথে রয়েছে এবং এই পরিণতি অনিবার্য।

গত দুই সপ্তাহ ধরে ইরানে সহিংস আন্দোলন চলার মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই নির্মাতা। শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে বৃহৎ পরিসরে সহিংসতা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এমন দমন-পীড়নের মাধ্যমেও সরকারের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

জাফর পানাহির দাবি, তেহরানে বর্তমানে কার্যত গণহত্যা চালানো হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি যে এতটা ভয়াবহ রূপ নেবে, তা তিনি নিজেও কখনো কল্পনা করেননি। দৃঢ় কণ্ঠে পানাহি পুনরায় বলেন, ইরানে বর্তমান সরকার ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানের একটি আদালত জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দেন। একই রায়ে তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত