ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
জোটে না যাওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন হলে দলের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, ইসলামী আন্দোলন মোট ২৬৮ আসনে নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবে এবং বাকি ৩২ আসনে অন্য প্রার্থীদের সমর্থন প্রদান করা হবে।
গাজী আতাউর রহমান বলেন, ‘৫৪ বছর ধরে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু আইন ব্যর্থ হয়েছে। আমরা সর্বদা বলেছি, আল্লাহর আইন, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। যদি প্রধান রাজনৈতিক শক্তি আল্লাহর আইন না মেনে প্রচলিত আইনকে প্রতিষ্ঠা করতে চায়, তখন আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। জোটবদ্ধ ইসলামী সংগঠনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তবে তারা জামায়াতের নীতি সম্পর্কে স্পষ্ট হোক।’
তিনি আরও বলেন, ‘একটি বড় রাজনৈতিক কারণ হলো, নির্বাচনে অংশগ্রহণের সময় পারস্পারিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। জামায়াত নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরে জানিয়েছে, তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু এখানে কি জাতীয় সরকার হবে নাকি সাধারণ সরকার, তা আমাদের সঙ্গে আলোচনা হয়নি। নির্বাচনের আগেই সমন্বয় না হলে এটি নির্বাচনকে প্রভাবিত করতে পারে। আস্থা ও বিশ্বাসের ভিত্তি ভেঙে গেলে জোটও টিকে থাকে না।’
এক প্রশ্নের জবাবে গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের আত্মসম্মান খর্ব হয়েছে। প্রথম দিন থেকেই জামায়াত আমির চরমোনাই পীরকে অবমাননা করেছেন। প্রথম আলোর জরিপের প্রসঙ্গে আমাদের আমিরকে ইনসাল্ট করা হয়। আমাদের নেতারা প্রথমে মনে করেছিলেন মতলব ভালো না, পরে দেখলেন তারা সেই জরিপের মধ্যেই ছিলেন। তারা বলেছেন, “আপনাদের অনেক আসন দেওয়া হয়েছে, কিন্তু জরিপে এত পার্সেন্ট নয়।”’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প