ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

মাচাদোর নোবেল উপহার পেয়ে যা বললেন ট্রাম্প

২০২৬ জানুয়ারি ১৬ ১৪:৩০:২৫

মাচাদোর নোবেল উপহার পেয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠককালে তিনি নিজের প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন। বিষয়টিকে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

সাক্ষাতের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমার কাজের স্বীকৃতি হিসেবে মারিয়া তার নোবেল শান্তি পুরস্কারের পদক আমাকে উপহার দিয়েছেন।’ একই পোস্টে তিনি মাচাদোকে ‘অসাধারণ একজন নারী’ হিসেবে উল্লেখ করে বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য সম্মানের বিষয়। এই বৈঠককে তিনি তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, মারিয়া কোরিনা মাচাদোর উপহার দেওয়া নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্প গ্রহণ করেছেন।

হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কারের পদক উপহার দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্কের অতীত ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত