ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
জামায়াতসহ ১১ দলের নতুন জোটের নাম চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ সমমনা দলগুলোর নতুন রাজনৈতিক জোটের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০টি দলের শীর্ষ নেতারা আসন সমঝোতা ও জোটের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠকে বসেন। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, জোটের নাম চূড়ান্ত করার পাশাপাশি ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’সহ বেশ কিছু স্লোগানও নির্বাচন উপলক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।
জোট সূত্রে জানা গেছে, ৩০০ আসনেই ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’র প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ আলোচনার পর জোটভুক্ত দলগুলো আসন সমঝোতায় পৌঁছেছে। বিশেষ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই জোটের অংশ করতে তাদের জন্য ‘হাতপাখা’ প্রতীকে ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে। ইসলামী আন্দোলনকে জোটে নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে।
বৈঠক শেষে মাওলানা মামুনুল হক বলেন, “১০টি দলের উপস্থিতিতে অত্যন্ত সফল বৈঠক হয়েছে। আমরা ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা বলছি এবং আশা করছি রাতের সংবাদ সম্মেলনে তাদেরসহ সবাইকে নিয়ে বিস্তারিত ঘোষণা দিতে পারবো।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে অংশ নিয়ে বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই জোট একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন উপহার দেবে। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। কোনো দলীয় প্রার্থী নয়, বরং ৩০০ আসনেই জোটের অভিন্ন প্রার্থী থাকবে।”
আজ রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে এই নতুন নির্বাচনি জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম