ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

বিএসসির শক্তি বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ প্রধান উপদেষ্টার

২০২৬ জানুয়ারি ১৪ ১৬:১১:২০

বিএসসির শক্তি বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএসসির পক্ষ থেকে জাহাজ ক্রয়ের ঋণের কিস্তি ও লভ্যাংশ বাবদ ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক গ্রহণকালে তিনি এই নির্দেশনা দেন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, বিএসসিকে এমনভাবে পরিচালিত হতে হবে যেন প্রতিষ্ঠানটি তার নিজস্ব আয়ের মাধ্যমেই ভবিষ্যতের সব সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, আধুনিক ও বিশ্বমানের প্রতিযোগিতামূলক নৌবহর গড়ে তুলতে হলে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে। বহরে জাহাজের সংখ্যা বাড়লে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি দেশের নাবিকদের জন্য বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া আন্তর্জাতিক মানের নাবিক তৈরির সূতিকাগার মেরিন একাডেমির প্রশিক্ষকদের ধরে রাখতে তাদের জন্য সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।

অনুষ্ঠানে বিএসসির আর্থিক সাফল্যের চিত্র তুলে ধরে জানানো হয়, ৫৪ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটি গত অর্থবছরে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে। প্রায় ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা নিট মুনাফা করেছে বিএসসি, যা একটি রেকর্ড। ২০১৮–১৯ অর্থবছরে বহরে যুক্ত হওয়া ৫টি বাণিজ্যিক জাহাজ এই অভাবনীয় সাফল্যে মূল ভূমিকা পালন করেছে। চীন সরকারের অর্থায়নে কেনা ৬টি জাহাজের ঋণের কিস্তি এবং ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশের অংশ হিসেবেই আজকের এই চেক সরকারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ১৩ বছরে প্রতিষ্ঠানটি আরও ২ হাজার ৪২৫ কোটি ২ লাখ টাকা পরিশোধ করবে।

বর্তমানে বিএসসি তাদের নৌবহর সম্প্রসারণে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। নিজস্ব অর্থায়নে কেনা দুটি নতুন বাল্ক ক্যারিয়ারের মধ্যে ‘বাংলার প্রগতি’ গত ২৮ অক্টোবর বহরে যুক্ত হয়েছে এবং দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’ আগামী ৩০ জানুয়ারি হস্তান্তরের কথা রয়েছে। এছাড়া চীন সরকারের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে আরও চারটি মাদার ভেসেল সংগ্রহের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধান উপদেষ্টার নতুন দিকনির্দেশনা বিএসসির এই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত