ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আইপিওতে ফিরছে লটারি, কঠোর হলো মূলধন শর্ত

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:৪৮:১০

আইপিওতে ফিরছে লটারি, কঠোর হলো মূলধন শর্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি পদ্ধতি চালু করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইপিওতে শেয়ার বরাদ্দ এখন থেকে আগের মতোই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশোধিত বিধিমালার মাধ্যমে আইপিওতে লটারি ব্যবস্থা পুনর্বহাল করেছে। বুধবার পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ–সংক্রান্ত সংশোধিত বিধি প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে আইপিওতে লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হতো, যেখানে বিনিয়োগকারীদের আবেদনের পরিমাণ ও আগ্রহকে বিবেচনায় নেওয়া হতো। সে সময় আইপিওতে আবেদন করতে হলে সেকেন্ডারি বাজারে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংশোধিত আইপিও বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক এম হাছান মাহমুদ, পরিচালক মো. আবুল কালাম এবং অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বিধি অনুযায়ী পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম হলে কোনো কোম্পানি আইপিওতে আসতে পারবে না। পাশাপাশি আইপিওর মাধ্যমে কোম্পানিকে তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করতে হবে।

এ ছাড়া আইপিও–পরবর্তী সময়ে তালিকাভুক্ত কোম্পানির মোট মূলধন কমপক্ষে ৫০ কোটি টাকা হতে হবে। সে হিসাবে, ৩০ কোটি টাকার মূলধনের কোনো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হতে চাইলে আইপিওর মাধ্যমে অন্তত ২০ কোটি টাকার শেয়ার ছাড়তে হবে। তবে শক্তিশালী মৌলভিত্তির বহুজাতিক ও বড় কোম্পানির ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল রাখা হবে।

নতুন বিধিমালায় আইপিও প্রক্রিয়ায় স্টক এক্সচেঞ্জের ভূমিকা আরও জোরদার করা হয়েছে। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণীর ওপর স্টক এক্সচেঞ্জ এখন বস্তুনিষ্ঠ মতামত দিতে পারবে। প্রয়োজনে কোম্পানির কারখানা ও কার্যালয় সরেজমিনে পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে।

স্টক এক্সচেঞ্জ যদি কোনো কোম্পানিকে তালিকাভুক্ত না করার সুপারিশ করে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বিএসইসির কাছে আপিল করার সুযোগ পাবে বলে জানানো হয়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত