ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেবে ১১ দল

২০২৬ জানুয়ারি ১৪ ১১:২১:৫২

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক: আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনার পর আজ বুধবার ১১ দল তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে। এ লক্ষ্যে দুপুরে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে সন্ধ্যার দিকে আসন বণ্টন বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ১১ দলের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ ঘোষণা করা হবে।’

এদিকে একই দিন সন্ধ্যায় বৈঠক করেছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার একটি জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে জাতীয় নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন ও এসএমএসে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

১১ দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইসলামী আন্দোলনের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বুধবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সূত্রটি আরও জানায়, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে বৈঠক করেছে এবং নিজস্ব পরিসরেও আলোচনা চালিয়েছে, তবে এখন পর্যন্ত আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে পারেনি দলটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত