ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ধরতে কমিশন গঠনের সুপারিশ
ডুয়া নিউজ : জনপ্রশাসন সংস্কার কমিশন অতীতে বিভিন্ন সরকারের সময়ে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ভোট জালিয়াতি, অর্থপাচার, দুর্নীতি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে।
কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণে জনপ্রশাসনের পেশাদারিত্ব, ভাবমূর্তি এবং একটি গণতান্ত্রিক দেশের স্বাভাবিক প্রক্রিয়া ক্ষুণ্ন হয়েছে।
মাঠ পর্যায়ে জনমত অনুসারে, কমিশন মনে করে যে, এসব ঘটনার তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা যেতে পারে।
এছাড়া সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১৮-এর ৪৫ ধারা সংশোধন করে কোনো সরকারি কর্মচারীর ২৫ বছর চাকুরি পূর্তিতে তাকে সরকার থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিধান বাতিল করার জন্য সুপারিশ করেছে কমিশন।
প্রতিবেদনে বলা হয়, তবে বিধান রাখা যায় যে, কোনো সরকারি কর্মচারী ১৫ বছর চাকুরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে।
এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক দলগুলোর পক্ষে বা বিপক্ষে আয়োজিত কোন অনুষ্ঠানে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বিশেষত, যে সমস্ত সংগঠন বা সমিতি সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তারা কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ করতে পারবে না। তবে, ব্যক্তি হিসেবে যদি কেউ বৈষম্যের শিকার হন, তাহলে তার ক্ষতির প্রতিকার পাওয়ার জন্য তিনি আইন অনুযায়ী আবেদন করতে পারবেন।
পদোন্নতির ক্ষেত্রে পুলিশ বা গোয়েন্দা বিভাগের মাধ্যমে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের প্রথা বাতিল করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরীক্ষা ফলাফল ঘোষণা হওয়ার আগে করা যাবে না। কেবল চূড়ান্ত নিয়োগের আগে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা জানতে প্রতিবেদন চাওয়া যাবে। প্রয়োজনে, দুর্নীতি দমন কমিশন থেকেও প্রতিবেদন সংগ্রহ করা হতে পারে।
এছাড়া, পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্ব, বা সমাজসেবা সংস্থা/এনজিওর বোর্ড গঠন সংক্রান্ত বিষয়গুলোতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করার জন্যও সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র থাকলেই তার বিষয় নিষ্পত্তি হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি