ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের

২০২৬ জানুয়ারি ১১ ১৪:৫৬:১১

নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে ঊর্ধ্বগতি দেখা গেলেও দুপুর পৌনে ১টার আগ পর্যন্ত লেনদেন ছিল স্বাভাবিক। তবে এরপর সূচকে একটানা পতন শুরু হয়।

এর প্রভাবে দিন শেষে সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেন কমে আসে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পায়। তবে এই দরপতনকে নেতিবাচক হিসেবে দেখছেন না বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজারে এমন ওঠানামা অস্বাভাবিক নয়। বরং সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে বিনিয়োগ করলে লোকসান এড়িয়ে মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন শেষে শেয়ারবাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা। বড় ধরনের দরপতনের আশঙ্কা নেই বলেও মত বাজার সংশ্লিষ্টদের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৯.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৮.৮৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৮টির দর বেড়েছে, ৩১৩টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪২৯ কোটি ১১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি ৮৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৬৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭.৩১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১.৬৭ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত