ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

জাতিসংঘসহ ৬৬ সংস্থা থেকে নাম প্রত্যাহার ট্রাম্পের

২০২৬ জানুয়ারি ০৮ ১৪:৫১:২৪

জাতিসংঘসহ ৬৬ সংস্থা থেকে নাম প্রত্যাহার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জলবায়ু, শান্তি, গণতন্ত্র ও মানবিক কার্যক্রমে যুক্ত বহু আন্তর্জাতিক উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একযোগে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরিসরের মোট ৬৬টি সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আবারও যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অবস্থান নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে ট্রাম্প জানান, মার্কিন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এমন সংস্থা, সম্মেলন ও আন্তর্জাতিক চুক্তিগুলো পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেমোরেন্ডামে বলা হয়, সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্র এসব সংস্থার কার্যক্রমে আর অংশ নেবে না এবং একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সহায়তাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

হোয়াইট হাউস প্রকাশিত তালিকা অনুযায়ী, জাতিসংঘের বাইরে থাকা অন্তত ৩৫টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।

যদিও হোয়াইট হাউস আইপিসিসিকে জাতিসংঘের বাইরের সংস্থা হিসেবে তালিকাভুক্ত করেছে, বাস্তবে এটি জাতিসংঘের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সংস্থা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা ও মূল্যায়ন করে থাকে।

এছাড়া জাতিসংঘের অধিভুক্ত আরও ৩১টি সংস্থা থেকেও যুক্তরাষ্ট্র সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। এই তালিকায় রয়েছে— গণতন্ত্র ও নির্বাচন সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএ এবং যুদ্ধবিধ্বস্ত শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির দপ্তর।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বহুপাক্ষিক সংস্থা ও চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ধাপে ধাপে প্রত্যাহারের নীতিতে অগ্রসর হচ্ছেন। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকেও যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, চলতি মাসের ২২ জানুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক মহামারি মোকাবিলা ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত