ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি: সালাহউদ্দিন

২০২৬ জানুয়ারি ০৮ ১৩:৩২:৪১

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নবঞ্চিত এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলগতভাবে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে এবং সংসদে বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থীদেরও ছাড় দিতে হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দলে মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা অনেক। যারা কাঙ্ক্ষিত মনোনয়ন পাননি, তাদের অনেকের মধ্যে ক্ষোভ থাকতে পারে। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি। অনেক ক্ষেত্রে তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর নিয়ে ওঠা এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের কবর জিয়ারত করা একটি জাতীয় প্রত্যাশা। তারেক রহমান সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতেই সেখানে যাচ্ছেন।"

তিনি আরও যোগ করেন, "২০২৪ সালের অভ্যুত্থানকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করে। শহীদদের আত্মত্যাগ জাতীয় পর্যায়ে অত্যন্ত মহিমান্বিত। দেশের একটি প্রধান রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমান যদি শহীদদের শ্রদ্ধা জানান, তা এই অভ্যুত্থানের প্রতি জাতির আস্থাকেই প্রকাশ করে।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত