ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

চার দিনের জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

২০২৬ জানুয়ারি ০৭ ১২:৫৩:১৮

চার দিনের জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি মেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের একটি জেলা সফরে যাচ্ছেন। এই সফরে কোনো রাজনৈতিক সমাবেশ বা প্রচারমূলক কর্মসূচি না রেখে তিনি শহীদদের স্মরণ, কবর জিয়ারত ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাত্রা শুরু করে ১৪ জানুয়ারি বগুড়া সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন। প্রাথমিকভাবে চারটি জেলার কর্মসূচি চূড়ান্ত হলেও সফরের বিভিন্ন পর্যায়ে আরও কয়েকটি জেলার কার্যক্রম এতে যুক্ত রয়েছে।

এই সফরে তারেক রহমান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তাঁর নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেবেন।

কবর জিয়ারতের পাশাপাশি তিনি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করবেন। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাত যাপন করবেন।

১২ জানুয়ারি বগুড়ার কর্মসূচি শেষে তিনি রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখানকার কার্যক্রম শেষে তিনি ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন।

সফরের তৃতীয় দিন ১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষ করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন তারেক রহমান। ওইদিন শেষে আবার রংপুরে ফিরে রাত কাটানোর কথা রয়েছে।

সফরের শেষ দিন ১৪ জানুয়ারি তিনি রংপুর থেকে গাইবান্ধার গাবতলী হয়ে বগুড়া অতিক্রম করে ঢাকায় ফিরবেন।

আতিকুর রহমান আরও জানান, এটি একটি প্রাথমিক সফরসূচি; পরিস্থিতি অনুযায়ী এতে আংশিক পরিবর্তন আসতে পারে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ না রাখতে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্বাচনী ব্যানার, ফেস্টুন বা স্লোগান ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চার দিনের এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত