ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নির্বাচনে ৭০% ভোট পাবে বিএনপি

২০২৬ জানুয়ারি ০৫ ১৮:৫৮:৩২

নির্বাচনে ৭০% ভোট পাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এক সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে, ভোটারদের মধ্যে ৭০ শতাংশ বিএনপিকে সমর্থন দিতে আগ্রহী, ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামের প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন, এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২.৬ শতাংশ সমর্থন। জরিপে দেখা গেছে, আওয়ামী লীগের সাবেক ভোটারদেরও ৬০ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যা রাজনৈতিক ল্যান্ডস্কেপে নতুন দিক নির্দেশ করছে।

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের ফল তুলে ধরেন।

জরিপটি ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলেছে। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে সশরীরে মোট ২০,৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে।

‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ প্রশ্নে ৭০ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতকে সমর্থন দিচ্ছেন। নতুন দল এনসিপি পেয়েছে ২.৬ শতাংশ সমর্থন। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে ভোট দিয়েছেন ৫ শতাংশ এবং ভোট না দেবেন ০.২ শতাংশ।

জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশ বিএনপিকে সমর্থন দিয়েছেন, যা পুরুষ ভোটারের তুলনায় সামান্য বেশি। ইএএসডির বিশ্লেষণ অনুযায়ী, এটি নারী ভোটারদের মধ্যে বিএনপির প্রতি আস্থার শক্ত অবস্থান নির্দেশ করছে।

চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির সমর্থন সর্বোচ্চ ৭৪ শতাংশ। তবে বরিশাল ও খুলনা অঞ্চলে জামায়াত তুলনামূলকভাবে এগিয়ে; বরিশালে ২৯ শতাংশ ও খুলনায় ২৫ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী। উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি ৫.২ শতাংশ সমর্থন পেয়েছে, যা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। জাতীয় পার্টির সার্বিক সমর্থন ১.৪ শতাংশ, এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন ০.১ শতাংশ।

‘নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে’ প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশ মনে করেন জামায়াত সরকার গঠন করতে পারে। এনসিপির সম্ভাবনা ১ শতাংশের কিছু বেশি।

‘আগামী নির্বাচনে কে জিতবেন’ প্রশ্নে ৭৪ শতাংশ ভোটার বিশ্বাস করেন, তাদের আসনে বিএনপি প্রার্থী জয়ী হবেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতের প্রার্থী জিতবেন। এনসিপি প্রার্থী জয়ী হবার সম্ভাবনা ১.৭ শতাংশ এবং জাতীয় পার্টি ১ শতাংশের কিছু বেশি।

জরিপে দেখা গেছে, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, ২৫ শতাংশ জামায়াতকে সমর্থন দেবেন এবং ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দিতে প্রস্তুত।

‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন’ প্রশ্নে ৩৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। আওয়ামী লীগের সমর্থক ছিলেন বা ভোট দিতে চেয়েছিলেন ২৭ শতাংশ, আর জামায়াতের প্রতি আগ্রহ ছিল ৫ শতাংশের কিছু বেশি।

জরিপের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। বিশেষ করে নারী ভোটার ও সাবেক আওয়ামী লীগ ভোটারের মনোভাব দেখাচ্ছে, নির্বাচনের ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে। এছাড়া ভৌগোলিক বৈচিত্র্যও দেখাচ্ছে, কোথায় কোন দল শক্ত অবস্থানে রয়েছে এবং কোথায় তাদের সমর্থন তুলনামূলকভাবে কম।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত