ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
মির্জা ফখরুল
'বেগম জিয়ার অসম্পূর্ণ কাজগুলো আমাদেরই বাস্তবায়ন করতে হবে'
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি দৃঢ়ভাবে বলতে পারে যে—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতি ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আর সেই গণতন্ত্রের পতাকা ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশকে সম্মানের সাথে এগিয়ে নিয়েছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার সঙ্গে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে বিএনপির হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুমের শিকার হয়েছেন এবং ৬০ লক্ষাধিক নেতাকর্মী মামলার আসামি হয়েছেন। বেগম জিয়ার বিরুদ্ধেই ৪৭টি মামলা দেওয়া হয়েছিল এবং যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল, সেটির কোনো ভিত্তি ছিল না।
কারাগারে বেগম জিয়ার ওপর অমানবিক নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, "তাকে যে কক্ষে রাখা হয়েছিল সেখানে দেয়ালের পলেস্তারা খসে পড়ত, ইঁদুর দৌড়াত। ৫ বছরের সাজাকে উচ্চ আদালতে ১০ বছরে উন্নীত করা হয়েছিল, যা তৎকালীন বিচার বিভাগের দৈন্যদশা প্রকাশ করে। তিনি সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছিলেন, কিন্তু দুবছর পর যখন মুক্তি পান তখন তিনি হুইলচেয়ারে বন্দি ছিলেন।"
বেগম জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথা উল্লেখ করে ফখরুল বলেন, "তিনি পুরো দেশের আইকন ছিলেন। জানাজা সুসংগঠিত না হলেও মানুষের ভালোবাসা বিশ্ব দেখেছে। তিনি সংকীর্ণতামুক্ত এক বিশাল হৃদয়ের নেত্রী ছিলেন।"
৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, "হাসপাতালে অত্যন্ত অসুস্থ অবস্থায় বেগম জিয়া বার্তা দিয়েছিলেন—প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, বরং ঐক্যের মাধ্যমে দেশ গড়ার। তিনি আর ফিরে আসবেন না, তবে তার স্বপ্ন ও অসম্পূর্ণ কাজগুলো আমাদেরই বাস্তবায়ন করতে হবে। তার চলে যাওয়া আমাদের শোককে শক্তিতে পরিণত করে নতুন করে অনুপ্রাণিত করবে।"
সবশেষে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে পিছিয়ে নিতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। সেসব রুখে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীসহ দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ জানুয়ারি)