ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
আইপিও’র টাকায় খেলাপি ঋণ শোধে কঠোর হলো বিএসইসি
নিউজ ডেস্ক: বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ প্রবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই বিধিমালায় আইপিও অনুমোদনের প্রক্রিয়া থেকে শুরু করে তহবিলের ব্যবহার—প্রতিটি ক্ষেত্রেই আনা হয়েছে আমূল পরিবর্তন ও কঠোর নিয়ন্ত্রণ।
নতুন নিয়ম অনুযায়ী, আইপিও থেকে উত্তোলিত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ ঋণ পরিশোধ বা বিনিয়োগে ব্যবহার করা যাবে। তবে শর্ত হলো, সেই ঋণ অবশ্যই কোম্পানির প্রকল্প, যন্ত্রপাতি কেনা বা ব্যবসার সম্প্রসারণে ব্যবহৃত হতে হবে এবং অডিটরের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। এছাড়া খেলাপি বা রিশিডিউল করা ঋণ আইপিও’র টাকা দিয়ে শোধ করা যাবে না। ২০১৫ সালের বিধিমালার তুলনায় এটি অনেক বেশি কঠোর, কারণ আগে এক-তৃতীয়াংশ টাকা যেকোনো ঋণ পরিশোধে ব্যবহারের সুযোগ ছিল।
দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট এই পরিবর্তনকে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছে। তাদের মতে, নতুন আইন কেবল নথিপত্র নয়, বরং কোম্পানির প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা ও আর্থিক ভিত্তির ওপর জোর দেয়। এর ফলে দুর্বল কোম্পানিগুলোর কেবল কাগজপত্র গুছিয়ে বাজারে আসার প্রবণতা কমবে।
বুক-বিল্ডিং প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন হলো প্রাইস ডিসকাউন্ট তুলে দেওয়া। এখন থেকে প্রাতিষ্ঠানিক ও সাধারণ—সব বিনিয়োগকারীকে একই ‘কাট-অফ’ প্রাইসে শেয়ার কিনতে হবে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য পুনরায় লটারি সিস্টেম চালু করা হয়েছে, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
তালিকাভুক্তির নতুন শর্তাবলী:
ন্যূনতম মূলধন: আইপিও’র আগে পরিশোধিত মূলধন হতে হবে ৩০ কোটি টাকা এবং আইপিও-পরবর্তী মূলধন হতে হবে ৫০ কোটি টাকা।
লাভজনক অবস্থা: প্রিমিয়ামে শেয়ার ছাড়তে হলে কোম্পানিকে অন্তত ৩ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে এবং শেষ ২ বছর নিট মুনাফায় থাকতে হবে।
গ্রিনফিল্ড কোম্পানি: নতুন প্রকল্পের ক্ষেত্রে উদ্যোক্তাদের ৭৫ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে এবং মুনাফা না আসা পর্যন্ত ২ বছর শেয়ার বিক্রি করা যাবে না।
এখন থেকে স্টক এক্সচেঞ্জগুলো ‘গেটকিপার’ হিসেবে কাজ করবে। তারা প্রসপেক্টাস যাচাই, কারখানা পরিদর্শন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মতামত সংগ্রহের দায়িত্ব পালন করবে। তাদের জোরালো সুপারিশ ছাড়া বিএসইসি কোনো আইপিও অনুমোদন দেবে না। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৯০ থেকে ১৮০ দিনের ‘লক-ইন’ পিরিয়ড বাধ্যতামূলক করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, স্বল্প মেয়াদে আইপিও’র সংখ্যা কমলেও দীর্ঘ মেয়াদে এই বিধিমালা পুঁজিবাজারে গুণগত পরিবর্তন আনবে এবং বিনিয়োগকারীদের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ