ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
ভোটারদের কাছে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সরাসরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ উদ্দেশ্যে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে দেওয়া ওই ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের নির্বাচনী বাস্তবতা তুলে ধরেন। আসন্ন নির্বাচনে তিনি এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বরিশাল জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
মনোনয়ন দাখিলের আগেই ব্যারিস্টার ফুয়াদ ও তার সমর্থকেরা নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। তবে ভিডিও বার্তায় তিনি জানান, প্রত্যন্ত ও প্রান্তিক এই আসনে প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠেছে।
ভিডিওতে তিনি বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালাতে উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন। কিন্তু ব্যক্তিগতভাবে তার পর্যাপ্ত অর্থ বা নিয়মিত আয় নেই। এ কারণে নির্বাচন পরিচালনায় সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে বলে জানান তিনি।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলছে। এই সংগ্রাম বহু শহীদের ত্যাগের ফসল। শহীদ ওসমান হাদির দায় ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ইনসাফ ও আজাদীর পথে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। যারা জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠায় আগ্রহী, তাদের জন্য ফেসবুক পোস্টে বিকাশ, নগদ নম্বর ও ব্যাংক হিসাবও প্রকাশ করা হয়।
এদিকে তার এই প্রচারণা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, অনেক আইনজীবী আইন পেশায় থেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। বরিশালের আদালতে কর্মরত বহু আইনজীবী শতকোটি কিংবা অর্ধশত কোটি টাকার মালিক হলেও ব্যারিস্টার ফুয়াদের মতো একজন পরিচিত আইনজীবীর প্রকাশ্যে অর্থ চাওয়াকে তারা বেমানান মনে করছেন।
তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয়দের একটি অংশ। মুলাদী উপজেলার চরকালেখান নোমরহাট এলাকার একজন বাসিন্দা বলেন, অনেক ছাত্রনেতা অল্প সময়েই কোটি কোটি টাকার মালিক হলেও ব্যারিস্টার ফুয়াদ নিজের আর্থিক সীমাবদ্ধতা খোলাখুলি তুলে ধরেছেন, যা প্রশংসনীয়। সাধারণ মানুষের অর্থায়নে নির্বাচিত হলে তিনি জনগণের কাছে আরও বেশি দায়বদ্ধ থাকবেন এমনটাই মনে করছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি