ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

এলপিজির দাম বেড়ে কেজিতে ৪ টাকা ৪২ পয়সা

২০২৬ জানুয়ারি ০৪ ১৬:২৮:২৫

এলপিজির দাম বেড়ে কেজিতে ৪ টাকা ৪২ পয়সা

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৪ টাকা ৪২ পয়সা বৃদ্ধি পেয়েছে।

চলতি জানুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। এর আগে, ডিসেম্বর ২০২৫ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ, মাত্র এক মাসে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। উল্লেখ্য, গত মাসে দাম বৃদ্ধি পেয়েছিল ৩৮ টাকা।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। তিনি জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে বাজারে এলপিজি এখনও সরকারি নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না।

সর্বাধিক ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারটি সাধারণত গৃহস্থালির কাজে ব্যবহার হয়। কিন্তু গত এক মাস ধরে এলপিজির সরবরাহ সংকট দেখা দিয়েছে। এই সময় দোকানগুলোতে প্রতি সিলিন্ডারের দাম বেড়ে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ওঠেছে।

বিইআরসির চেয়ারম্যান জানান, ব্যবসায়ীরা উৎপাদন পর্যায়ে নির্ধারিত দামেই পরিবেশককে সরবরাহ করছেন। খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম বসানোর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৎপর। উৎপাদন পর্যায়ে কোনো অনিয়ম ধরা পড়লে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নতুন হিসাব অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (ভ্যাট/মূসক) প্রতি কেজি ১০৮ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এটি ছিল ১০৪ টাকা ৪১ পয়সা। অর্থাৎ, কেজিতে দাম বেড়েছে ৪ টাকা ৪২ পয়সা। বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও এর ভিত্তিতে নির্ধারিত হবে।

সরকারি কোম্পানির সরবরাহ করা ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে দেশে এলপিজির দাম নির্ধারণ করছে। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এই দুই উপাদানের দাম সৌদি আরবের আরামকো প্রকাশ করে। এই সৌদি কার্গো মূল্য (সিপি) ভিত্তিতে বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে মাসের জন্য ডলারের হিসাব নেওয়া হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত