ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সপ্তাহজুড়ে মুনাফার জোয়ার ১৬ খাতের শেয়ারে

২০২৬ জানুয়ারি ০৩ ১৪:৫৭:৫৫

সপ্তাহজুড়ে মুনাফার জোয়ার ১৬ খাতের শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর’২৫-০১ জানুয়ারি’২৬) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকের মধ্যে একটির সূচক বাড়লেও কমেছে ২টির। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) প্রায় ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। এর মধ্যেও বিনিয়োগকারীরা ১৬ খাতের শেয়ারে মুনাফা পেয়েছে। অর্থাৎ সাপ্তাহিক রিটার্নে এই ১৬ খাতের দর বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়।

খাতগুলো হলো- কাগজ ও প্রকাশনা, কর্পোরেট বন্ড, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, ভ্রমণ ও অবকাশ, জেনারেল ইন্স্যুরেন্স, আর্থিক, সিরামিকস, পাট, বস্ত্র, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, চামড়া, সেবা ও আবাসন, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক।

খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে বা সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে ৫.৪ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে কর্পোরেট বন্ডে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ২.২৫ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্সের। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ২.১৬ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাতে ১.৭৮ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৭৬ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৬২ শতাংশ, আর্থিক খাতে ১.৩৯ শতাংশ, সিরামিকস খাতে ১.৩৬ শতাংশ, পাট খাতে ১.১২ শতাংশ, বস্ত্র খাতে ০.৯৯ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮৯ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৮৪ শতাংশ, চামড়া খাতে ০.৫৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৩৮ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.২৪ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১৬ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত