ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
হলফনামায় সম্পদের তথ্য
বছরে দেড় কোটি টাকার বেশি আয় আমির খসরুর
নিজস্ব প্রতিবেদক: গত সাত বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বার্ষিক আয় দ্বিগুণের বেশি বাড়লেও আয়ের প্রবৃদ্ধিতে তাঁকে ছাড়িয়ে গেছেন তাঁর স্ত্রী তাহেরা আলম। এই সময়ের মধ্যে তাহেরা আলমের বার্ষিক আয় বেড়েছে চার গুণেরও বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আমির খসরুর বার্ষিক আয় ছিল ৭৩ লাখ ৬৫ হাজার টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকায়। অন্যদিকে, তাঁর স্ত্রী তাহেরা আলমের আয় ২০১৮ সালের ৯ লাখ টাকা থেকে বেড়ে বর্তমানে ৩৭ লাখ ৮২ হাজার ৮২৭ টাকা হয়েছে।
পেশায় ব্যবসায়ী আমির খসরুর আয়ের বড় উৎস হিসেবে শেয়ার বাজার, ঘরভাড়া এবং একটি বিল্ডার্স কোম্পানির সঙ্গে চুক্তির ‘সাইনিং মানি’ (৮০ লাখ টাকা) দেখানো হয়েছে। বর্তমানে এই দম্পতির হাতে নগদ টাকার পরিমাণও উল্লেখযোগ্য। আমির খসরুর কাছে নগদ ১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। এ ছাড়া ব্যাংক আমানত, সঞ্চয়পত্র এবং শেয়ার বাজারে তাঁদের কয়েক কোটি টাকার বিনিয়োগ রয়েছে।
স্থাবর সম্পদের মধ্যে আমির খসরুর নামে ২৩ লাখ টাকার অকৃষি জমি এবং ১ কোটি টাকার বেশি মূল্যের চারটি ভবন রয়েছে। তাঁর স্ত্রীর নামে রয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের দুটি অ্যাপার্টমেন্ট এবং ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি। বিপরীতে আমির খসরুর জিপ গাড়িটির মূল্য দেখানো হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।
আইনি পরিস্থিতির বিষয়ে হলফনামায় জানানো হয়েছে, আমির খসরুর বিরুদ্ধে থাকা ৩৫টি মামলার মধ্যে ৩৪টি থেকেই তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন। বর্তমানে মাত্র একটি মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম-১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)