ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বিচার বিভাগ সংস্কার কমিশন
মামলার তদন্তে পুলিশের পরিবর্তে 'স্বতন্ত্র তদন্ত সংস্থা' গঠনের প্রস্তাব
.jpg)
ডুয়া নিউজ: আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে চুড়ান্ত প্রস্তাব জমা দিতে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সেখানে পুলিশের পরিবর্তে মামলা তদন্তের জন্য স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন, দুর্নীতি বন্ধে বিচারকদের সম্পদের নজরদারিসহ কয়েকটি প্রস্তাব চূড়ান্ত করেছে এই কমিশন। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিচারপতি নিয়োগে বিশেষ আইন ও আলাদা বিচারিক সচিবালয় গঠনে।
চার মাস ধরে কাজ করে বিচার বিভাগকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার নিকট এসব প্রস্তাব জমা দিতে যাচ্ছে কমিশন।
সুপারিশগুলোর মধ্যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য একটি বিশেষ আইন প্রবর্তন এবং অ্যাটর্নি জেনারেল থেকে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটরদের স্থায়ী নিয়োগে আইন প্রণয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় এবং একটি আলাদা বাজেট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
কমিশনের অন্যতম সদস্য মাসদার হোসেন বলেন, 'তারা প্রথমেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপসারণের জন্য ব্যবস্থা নিতে চান। দুর্নীতি প্রতিরোধে বিচারপতিদের সম্পদের হিসাব ৩ বছর পর পর বিশেষ কমিটির কাছে জমা দেয়ার এবং প্রকাশের প্রস্তাবও কমিশন দিয়েছে। বিচারের প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার জন্য বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করার প্রস্তাবও রয়েছে।'
তবে বেশ কয়েকটি সুপারিশেষ নিয়ে ভিন্নমত জানিয়েছেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম বলেছেন, "অর্ডিন্যান্সে কোনো পলিটিক্যাল অ্যাফিলেশন নাই। তারপর বয়স দিয়েছে ৪৫, এই বয়সে বেশিরভাগ মানুষেরই বিচারপতি হওয়ার আগ্রহ কম হবে। এই বয়সে যদি একজন আইনজীবী ভালো প্র্যাকটিসের সুযোগ পায়, তবে কেন সে বিচারপতি হবে?"
কমিশন মনে করছে, তাদের সুপারিশগুলোর অধিকাংশই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার