ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা জানাল সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঘোষণা করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সামান্তা শারমিন তার পোস্টে উল্লেখ করেন, ‘মধ্যমপন্থার পথ কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা নেতাদের সমন্বয়ে গঠিত এনসিপিতে অভ্যন্তরীণ বিতর্ক ও মতভিন্নতা স্বাভাবিক এবং অনিবার্য। পার্টির মাত্র দশ মাসের পথচলায় সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারণের প্রত্যাশা বাস্তবসম্মত নয়। ফলত ‘ইনার পার্টি স্ট্রাগল’ একটি অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল, বিশেষত জামায়াতে ইসলামির সঙ্গে জোট এবং আসন সমঝোতার বিষয়ে পার্টির ভেতরে ভিন্নমত স্পষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জোট গঠনের সিদ্ধান্তকে সমর্থন করি না। ফলে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। একই সঙ্গে পার্টি থেকে এই মুহূর্তে পদত্যাগ করছি না, তাই জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বা জামায়াতের কাছ থেকে কোনো সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।’
সামান্তা শারমিন আরও উল্লেখ করেন, ‘এনসিপির ঘোষিত অবস্থান অনুযায়ী এটি কোনো আদর্শিক জোট নয়; তাই আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির বিরোধিতা করা পার্টির নীতি ও অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক নয়। এই জোট গঠনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় এবং এর ফলাফল পার্টির ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে জড়িত। আমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎও এই সিদ্ধান্তের পরিণতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সময়ই এর চূড়ান্ত মূল্যায়ন করবে। আল্লাহ ভালো জানেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন